Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে প্রকাশ্য দিবালোকে মহিলার ১ লাখ টাকা ছিনতাই ॥ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে প্রকাশ্য দিবালোকে মহিলার কাছ থেকে ১ লাখ টাকা ছিনতাই হয়েছে। তবে দুই ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। সেই সাথে ছিনিয়ে নেয়া ১ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। আটক ছিনতাইকারীরা হচ্ছে, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদ মিয়ার ছেলে নাজমুল আলম (২৯) ও একই এলাকার আপ্তাব মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৮)। এ সময় আরো কয়েকজন ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ছিনতাইকারীর কবলে পড়া মহিলার নাম শিল্পী বেগম (২৩)। তিনি দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে শিল্পী বেগম আউশকান্দি হীরাগঞ্জ বাজারে রূপালী ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। শিল্পী বেগমকে বহনকারী সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের জে.আই.সি স্যুট লিমিটেড গার্মেন্টসের সামনে পৌছুলে ৪টি মোটর সাইকেলে করে একদল ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে মহিলার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেয়। এসময় মহিলা চিৎকার শুরু করলে আউশকান্দি স্ট্যান্ডের প্রাইভেট কারচালক আজাদসহ কিছু লোক ছিনতাইকারীদের পিছু ধাওয়া করে। ধাওয়ার মুখে ছিনতাইকারীরা পারকুল-বনগাঁও বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট দিকে গেলে স্থানীয়দের সহযোগিতায় একটি মোটর সাইকেলসহ ২ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন। এসময় অন্যান্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাদের উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।