Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ভেজাল বিরোধী অভিযান ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মিরপুর বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিরপুর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রাসায়নিক মিশ্রণের অপরাধে আরামবাগ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, খাদ্যে ক্ষতিকর রং মিশ্রণের অপরাধে সোহান এন্ড পাপিয়া সুইটসকে ৫ হাজার টাকা, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে আল মাহবুব রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা এবং কসমেটিকস পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় রাধারানী কসমেটিকসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৪০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযান চলাকালে বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ক্ষতিকর হাইডোজ, রং ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। এসময় বাজারের সবজি ও মাছ ব্যবসায়ীদের ওজনে কম না দিতে ও অবৈধভাবে মূল্য বৃদ্ধি না করতে সতর্ক করে দেন তিনি। অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন জেলা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।