Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরশহরে অবৈধভাবে গড়ে তুলা ৪টি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমার নেতৃত্বে ও চুনারুঘাট পৌরসভার উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ করা ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, রাহী ভেরাইটিজ স্টোর, দুলাল ভেরাইটিজ স্টোর, ফয়সল ভেরাইটিজ স্টোর এবং মফিদুল ইসলামের ফলের দোকান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার মধ্যবাজারে শাহজাহান মিয়া ও মকসুদ মিয়াসহ আরো কয়েকজনে সরকারী জায়গায় অবৈধভাবে ৪টি স্থাপনা তৈরী করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন।
ওই জায়গাটি ৩টি গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থল হওয়ায় মধ্যবাজারে সব সময়ই যানজট লেগে থাকতো। এছাড়া এসব স্থাপনার কারণে মধ্যবাজারের গোলচত্বর ও রোড ডিভাইডার নির্মাণ করা যাচ্ছিলনা। অবশেষে পৌরসভার আবেদন ও পৌরবাসীর দাবির প্রেক্ষিতে এসব অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হলো। প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসীসহ উপজেলার সর্বস্তরের জনগণ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল বলেন, চুনারুঘাটের কয়েকটি সমস্যার মধ্যে শহরের যানজট একটি অসহনীয় রূপ। এ সমস্যা নিরসনে আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে। তবে এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।