Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে মাতৃদুগ্ধ ব্যবহারে সচেতনতা বাড়ানোর উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মাতৃদুগ্ধ ব্যবহারে সচেতনা বাড়াতে ইমাম, কমিউনিটি পুলিশ এবং সাংবাদিকরা স্ব স্ব অবস্থান থেকে কাজ করার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের সভাকক্ষে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় এই ঘোষণা প্রদান করা হয়। মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রন) আইন-২০১৩ ও বিধিমালা ২০১৭ বিষয়ে এই অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরীর সভাপতিত্বে অবহিকরণ কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন, এডিএম তারেক মো. জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. সত্যাজিৎ কুমার সাহা। অতিথি ছিলেন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. নাসিমা খানম ইভা। মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের বিভাগীয় কর্মকর্তা সজিব চৌহান।
সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী বলেন, কোন আইন করা মানে এটি মানার বাধ্যবাধকতা তৈরি হওয়া। তবে সকলে মিলে যদি সচেতনতা বাড়ানো না যায় তাহলে আইন করে কিছু হবে না।
তিনি বলেন, শিশুদের জন্য ঘরের হাড়ির খাবারই শেষ ভরসা। এটি বেশী করে প্রচার করতে হবে।