Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে মাদকসেবী ও বিক্রেতার গাঁ ঢাকা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে বেশ কয়েকদিন যাবৎ চলছে পুলিশী অভিযান। এদিকে এ খবর এলাকায় প্রচার হলে অধিকাংশ মাদকসেবী ও বিক্রেতা গাঁ ঢাকা দিয়েছে। তবে মূখোশধারী নেশাখোররা এখনও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে।
জানা যায়, আজমিরীগঞ্জ সদর সহ বদলপুর, জলসুখা, শিবপাশা ও কাকাইলছেওয়ে দীর্ঘদিন যাবৎ চলছে মাদকের ছড়াছড়ি। উক্ত উপজেলার সদর সহ পাঁচ ইউনিয়নে মাদকসেবীদের সংখ্যা কম নয়। এক সময় চুলাইমদ ও গাঁজা ছাড়া আর কোন নেশার উপকরণ পাওয়া যেত না। সময়ের বিবর্তনে ফেনসিডিল (কফের সিরাপ), হেরোইন, ইয়াবা ইত্যাদি নেশাদ্রব্য মদ গাঁজর সাথে যুক্ত হয়।
আজমিরীগঞ্জ সদরে অনেক যুবকেরই জীবন তছনছ হয়ে যায় হেরোইন নেশার মরন ছোঁবলে। হাত বাড়ালেই পাওয়া যেত ওই নেশাদ্রব্য। কয়েক বছর ধরে যুক্ত হয়েছে নিষিদ্ধ টেবলেট ইয়াবা। প্রথমদিকে সিলেট ও মৌলভীবাজার থেকে নিষিদ্ধ টেবলেট ইয়াবা নিয়ে আসা হত।এ কাজে জড়িত ছিল পৌর এলাকার ৩ যুবক।টেবলেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪/৫ জন।
সম্প্রতি সময়ের সাথে পাল্লা দিয়ে এর সংখ্যা দাঁড়িয়েছে অনেক।তবে নিষিদ্ধ নেশা টেবলেট ইয়াবা’র কদর বেশী।আজমিরীগঞ্জ সদর ও কাকাইলছেওয়ে। এ ছাড়া চুলাইমদ ও গাঁজাসেবনকারী সংখ্যা বেশী বদলপুর, জলসুখা ও শিবপাশায়।বর্তমানে আজমিরীগঞ্জ ও কাকাইলছেওয়ে নেশাদ্রব্য ইয়াবা টেবলেট বিক্রেতার মূলহুতা কিশোরগঞ্জের ইটনা জনতাগঞ্জ বাজারে। ওই বাজারের গুটিকয়েক বিক্রেতা কাকাইলছেও ও আজমিরীগঞ্জের নেশাখোরদের নিষিদ্ধ টেবলেট ইয়াবা যোগান দিয়ে থাকে।এদিকে সনাতন পদ্ধতির নেশাদ্রব্য চুলাইমদ এলাকার ঋষিপাড়া গুলো।এ ছাড়া সুনামগঞ্জের শাল্লা, বানিয়াচংয়ের কাদিরগঞ্জ ( মার্কুলি) থেকে চুলাইমদ সরবরাহ করা হয়।তবে চুলাইমদ সেবনকারীর সংখ্যা বদলপুরের পাহাড়পুরে সবচেয়ে বেশী।এ ছাড়া গাঁজা পাওয়া যায় সর্বত্রই।সম্প্রতি মাদকসেবীদের বিরুদ্ধে চলছে পুলিশী অভিযান।এলাকার চিহ্নিত মাদকসেবীরা গাঁ ঢাকা দিয়েছে। তবে কিছু চিহ্নিত ও অধিকাংশ মূখোশধারী মাদকসেবী এলাকায় আইন শৃংখলা বাহিনীর সামনে বীরদর্পে এখনও ঘুরে বেড়াচেছ।