Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে হবিগঞ্জ পৌরসভার দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ সাবেক জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, শহর সমন্বয় কমিটি ও ওয়ার্ড কমিটির সদস্যদের সম্মানে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। সোমবার পৌরভবনে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের স্বাগত জানান হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মোনাজাতের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন অন্যান্য ইফতার উপলক্ষ্য থাকার পরও হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রনে শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ ব্যাপকভাবে শরীক হওয়ায় এটাই প্রমানিত হয় যে এ পৌরসভাকে তারা ভালোবাসেন। তিনি বলেন আমি ২০০৪ সালে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দলমত ধর্মবর্ন নির্বিশেষে সকলের সহযোগিতায় এ পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন আপনারা আমার সাথে আছেন বলেই জেলে থেকেও আমি মেয়র নির্বাচিত হয়েছে। এ জন্য হবিগঞ্জ পৌরবাসীর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। তিনি বলেন আপনাদের সবার কাছে আমি দোয়াপ্রার্থী। পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীদের যেন মহান আল্লাহ তায়ালা জনগনের সেবা করার তৌফিক দেন। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, দীলিপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর ও অর্পনা বালা পাল। দোয়া ও ইফতার মাহফিলে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ মোঃ আব্দুল হান্নানসহ বিপুল সংখ্যক আইনজীবী, ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, সাবেক জনপ্রতিনিধি, সিডিসি, কাষ্টারের সাথে সংশ্লিষ্ট মহিলা ও পূরুষ নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ হবিগঞ্জ পৌরসভার প্রায় দুই হাজার নাগরিক।