Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে জুসে বিষ মিশিয়ে যুবতী হত্যার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পূর্ব বামৈ গ্রামে জুসে বিষ মিশিয়ে রোজিনা আক্তার নামে এক যুবতীকে হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে রোজিনার পিতা আরব আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার বিবরণে একই গ্রামের কালু মিয়ার পুত্র সিএনজি অটোরিকশা চালক শাহাবুদ্দিনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তাদের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শাহাবুদ্দিন ও তার লোকজন তাদের উপর বিক্ষুব্ধ ছিল। গত ১৪ মে রাতে অটোরিকশা চালক শাহাবুদ্দিন কৌশলে রোজিনাকে তার ঘরে নিয়ে ম্যাংগো জুসের সাথে বিষ মিশিয়ে খাওয়ায়। এতে রোজিনা অচেতন হয়ে পড়ে। এই ফাঁকে শাহাবুদ্দিন পালিয়ে যায়। এদিকে পরিবারের লোকজন রোজিনাকে খোঁজাখুঁজি করে না পেয়ে শাহাবুদ্দিনের ঘরে অচেতন অবস্থায় দেখতে পায়। এরপর তাকে উদ্ধার করে লাখাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৫ মে বিকালে লাখাই থানা পুলিশ লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করে। ওইদিনই রোজিনার দাফন সম্পন্ন হয়। ঘটনার পর থেকে সিএনজি অটোরিকশা চালক শাহাবুদ্দিন পলাতক রয়েছে। এই মামলায় আরও দুইজনকে আসামী করা হয়। মামলাটি বিচারক আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য লাখাই থানায় প্রেরণ করেন।