Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ মতিউর রহমান চৌধুরী স্কুলে অবহিতকরণ কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) আয়োজিত কর্মশালায় বক্তারা বলেছেন, সিলেট অঞ্চলে শিক্ষার হার আশানুরূপ নয়। এজন্য ছাত্র-ছাত্রীদের প্রাণোদনা ছাড়াও শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। এ অঞ্চলে বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি ও ঝরে পড়া হ্রাস তথা শিক্ষার হার বৃদ্ধি করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলার মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে আয়োজিত প্রাতিষ্ঠানিক পর্যায়ে অবহিতকরণ কর্মশালায় বক্তারা একথা বলেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মতিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক সিলেটের আলো’র নির্বাহী সম্পাদক সুনির্মল সেন, উপ-সম্পাদক হুমায়ুন কবীর, দৈনিক বিবিয়ানা’র স্টাফ রিপোর্টার শেখ মোঃ শামসুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বোরাব আলী খাঁন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিএসসি’র টিম লিডার আব্দুন নুর। কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবুল হাসেম।
কর্মশালাটি আয়োজনে শেভরণ বাংলাদেশ আর্থিক সহযোগিতা করছে। সিলেট অঞ্চলে স্কুলে ভর্তি ও নারী শিক্ষার হার বৃদ্ধি এবং ঝরে পড়া হ্রাস তথা শিক্ষার হার বৃদ্ধি, স্কুল উন্নয়নে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্তকরণ, পঞ্চবার্ষিক টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যেই কর্মশালাটি আয়োজনটি আয়োজন করা হয়েছে।
কর্মশালায় জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা, ইমাম, সাংবাদিক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।