Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে খুনী তালেবের বিশ্বাস ঘাতকতা মেনে নিচ্ছেনা কেউ

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে বউ-শ্বাশুড়ি খুনের ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। শোকে স্তব্ধ হয়ে পড়েছেন এলাকার লোকজন। খুনী তালেবের বিশ্বাসঘাতকতার বিষয়টি এলাকাবাসী কোনভাবেই মেনে নিতে পারছেন না। তালেব ও শুভর কঠোর শাস্তি দাবি করছেন তারা। তাদের কঠোর শাস্তি হলে ভবিষ্যতে এভাবে কেউ বিশ্বাসভঙ্গ করার সাহস পাবেনা বলে মনে করেন তারা।
এদিকে যে বাড়িটিতে বউ-শ্বাশ্বড়ি বসবাস করতেন সেই বাড়িটি নিস্তব্ধ হয়ে পড়েছে। বিরাট লম্বা দালান ঘর। তাতে ৬টি রুম ও একটি বিশাল বারান্দা। বাড়ির দক্ষিণ পাশে বেশ গাছপালায় ভরপুর। বাড়ির উত্তর দিকে বারান্দা থেকে মনোরম পরিবেশ সবুজ-শ্যামল ঘেরা পাকা ধানের ফসল দেখা যায়। এই বিশাল বাড়িতেই প্রায় দেড় বছর ধরে বসবাস করেছেন রাজা মিয়ার স্ত্রী ও লন্ডন প্রবাসী আখলাক চৌধুরীর মা মালা বেগম (৫২) ও আখলাক চৌধুরীর স্ত্রী রুমি আক্তার (২২)। এত বড় বাড়িতে শুধু বউ-শ্বাশুড়ি থাকার ফলে সবসময় নিরব পরিবেশ বজায় থাকতো। বাড়িতে দুটি কলাবছিবল গেইট দিয়ে সুরক্ষিত করে রাখা হয়েছিল। এর মধ্যে উত্তর পাশের গেইট সবসময় তালা দিয়ে বন্ধ করা থাকে। এবং অপর গেইটও তালা দিয়ে বন্ধ করে রাখা হতো। এত বড় বাড়িতে শুধু বউ-শ্বাশুড়ি একা থাকতেন বলে সবসময় ভয় কাজ করতো আর সেজন্যই পরিচিত কেউ ছাড়া গেইট খুলে দিতেন না মালা বেগম ও রুমি আক্তার। সুরক্ষিত অবস্থায় এত বড় বাড়িতে বলতে গেলে তারা একধরনের গৃহবন্দির মত জীবনযাপন করেছেন। কিন্তু এত কঠিন সুরক্ষাও তাদের রক্ষা করতে পারেনি।
এলাকাবাসীর মন্তব্য তালেব ওই পরিবারের একজন আস্থাভাজন ছিল। তালেবকে তারা বিশ্বাস করতেন। আর সেই বিশ্বাসই তাদের জীবনহাণীর কারণ হবে এমনটা হয়ত: তারা ভাবেননি।