Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইংল্যান্ডে হবিগঞ্জ নাগরিকদের বৈশাখী উৎসব পালিত

লন্ডন প্রতিনিধি ॥ আবহমান বাংলার ঐতিহ্য বৈশাখ। এ শুধু একান্তই আমাদের। তাইতো পৃথিবীর যে প্রান্তই আমরা থাকি না কেন বৈশাখ যে আমাদের আপন সংস্কৃতি তা স্বরুপেই জানান দেই। বাঙ্গালী হিসেবে বাংলা নববর্ষ আমাদের গর্বের বিষয় তা আমাদের রতী মহারতীরা পূর্বকাল থেকেই স্ব মহমীয়ভাবে পৃথিবীর ইতিহাসে জায়গা করে দিয়েছেন। সেই নিরিকে আমরা আমাদের নিজস্ব বাচন ভঙ্গিতে উদ্দীপিত ভাবে বিশ্বের দরবারে হাজির থাকি আমাদের সংস্কৃতি নিয়ে।
১৫৮৪ খ্রিস্টাব্দে সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। বাংলা নববর্ষ পালনের সূচনাও হয় আকবরের সময় হতে। বাংলা বর্ষপঞ্জিটি প্রথমে তারিখ-ই-এলাহী বা ফসলী সাল নামে পরিচিত ছিল। ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ অথবা ১১ মার্চ এটি বঙ্গাব্দ নামে প্রচলিত হয়। আকবরের রাজত্বের ঊনিশতম বর্ষ, অর্থাৎ ১৫৮৪ খ্রিস্টাব্দে বাংলা সাল প্রবর্তিত হলেও তা গণনা করা হয় ১৫৫৬ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর থেকে। বর্ষ বরনের ধারাবাহিকতায় গত ১৩ মে রবিবার ইংল্যান্ডে বসবাসরত হবিগঞ্জ নাগরিক সমাজ আয়োজন করে বৈশাখী উৎসবের। বার্মিংহামে আয়োজিত উক্ত উৎসবে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে দু’শতাধিক হবিগঞ্জবাসীর সমাগম ঘটে। সুন্দরভাবে এবং পরিপাটি উক্ত অনুষ্টান শুরু হয় র‌্যালীর মাধ্যমে, নানান সাজে সজ্জিত হয়ে সবাই অংশগ্রহন করেন। ঐতিহ্যবাহী লুঙ্গী, গামছা, পাঞ্জাবী পরে সবাই আনন্দ উল্লাস করেন। এ যেন বার্মিংহামের আর্থার ষ্ট্রীট মিনি হবিগঞ্জে পরিনত হয়। র‌্যালীতে অংশগ্রহন করেন হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। অনুষ্টানে একে অন্যকে কাছে পেয়ে আবেগাপ্লোত হয়ে পরেন। এমনকি কেউ কেউ বলতে শোনা যায় ২০ বছর ৪০ বছর পর অমুকের সাথে তমুকের সাথে দেখা হয়েছে। ইলিশ ভাজা, বিরুন ভাত, আলু ভর্তা, শুটকি ভর্তা, হরিনের মাংস, মুরগী, মাছসহ নানান জাতের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এতে বারতি আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী সাগরনা। নুরুদ্দিন চৌধুরী বুলবুল ও মারুফ চৌধুরীর প্রানবন্ত সঞ্চালনায় আগত সকলেই তাদের নিজ নিজ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং এ ধরনের অনুষ্ঠান যেন প্রতি বছর হয় সেই আশা ব্যক্ত করেন সকলেই আর আয়োজকদের প্রতি গভীর ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সার্বিক অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন সিরাজুল ইসলাম, এম এ মোন্তাকিম, জাকারিয়া চৌধুরী ফেরদৌস, সৈয়দ মোস্তাক আহমেদ, সালেহ আজহার খান পাপ্পু। উপস্থিত ছিলেন সর্বজনাব সৈয়দ মাহমুদুর রহমান বুলু, শেখ ফতেহ এলাহী সুফি, মাসুদ রানা, ফজিলত আলী খান, এডঃ মীর গোলাম মোস্তফা, শহিদুল ইসলাম কুহিনুর, জুবায়ের আহমেদ, সহিদুল আলম চৌধুরী বাচ্চু, তাহির আলী, ব্যারিস্টার মাহমুদুল হক, হেলাল চৌধুরী, মহিবুর রহমান, গোলাম আনিস চৌধুরী মহসিন, সৈয়দ মোঃ ইকবাল, আতাউর খন্দকার শাহজাহান, কে এ তাহিদ, সাকুল আলী, রহমান মনির, নাজমুল আজিজ জুবায়ের, সামসুদ্দিন আহমেদ, জাকারিয়া চৌধুরী ফেরদৌস, জালাল উদ্দিন, সালেহ আজহার খান পাপ্পু, সৈয়দ মোস্তাক আহমেদ, শাহ আশফাকুল কবির, মোতাকাব্বির বাচ্চু, দিপু, ফারুক আহমেদ, মোস্তাফিজুর রহমান দিপু শেখ, এম এ মুকিত, আবুল কাশেম চৌধুরী, মোহাম্মদ সুফিয়ান, গিয়াস উদ্দিন দুলাল, আবুল কাসেম, আলী জাহান, মান্নান চৌধুরী, সৈয়দ দেলোয়ার হোসেন,

দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, জাহাঙ্গীর আলম, মোতাব্বির আলী, আগুর মিয়া, রহমত আলী, ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী, চয়ন চৌধুরী, গাউছুল ইমাম চৌধুরী সুজন, মাহবুবুর রহমান, এ রহমান অলি, কাজী তাজ উদ্দিন আকমল, জামাল আহমেদ, মামুন খান, গোপেশ দেব, জিয়াউর রহমান, এনামুল মজিদ চৌধুরী, সৈয়দ শাহনেওয়াজ, ছুনু মিয়া, শাহ মাসুক, সেলিম, মাসুদ, জাহাঙ্গীর, শাহিদুর রহমান, শাহ সহিদ আলী, আজিজ রহমান, আজিজুর রহমান, হোসাইন আহমেদ, সেলিম আহমেদ, সামসুদ্দিন চৌধুরী ফয়সল, আইয়ুব শেখ সোহেল, আফজাল বর চৌধুরী, সোহাগ রহমান, কামাল চৌধুরী, সাহেদ হাসান, আব্বাস উদ্দিন, বদরুল আলম কামাল, আমিনুল ইসলাম, এ বি চৌধুরী অপু, আবুল হোসেন, কাজী আজমত, শাহ মোহাম্মদ রসিদ জুয়েল, সাজারুল ইসলাম সাজন, সৈয়দ আমিনুর রশীদ খোকন, ইফতেখার আহমেদ ইবলুল, মিজানুর রহমান চৌধুরী, মহিবুর রহমান, মোঃ সোহেল, সালেহ আহমেদ, সাইফুল ইসলাম হেলাল, আকিক হোসেন, রাজু খান, মুকিত চৌধুরী, সোহেল রহমান, এমরান আহমেদ, শাহ জিয়াউর রহমান, উকিল মিয়া প্রমূখ। এছাড়াও নাম না জানা অনেকে। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, পরিচালনায় ছিলেন এডঃ মীর গোলাম মোস্তফা ও সেবুল।