Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উন্নত দেশ গড়ে তুলতে হলে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে-শেখ বশির

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’ পরিবার পরিকল্পনার মাধ্যমে স্বামী স্ত্রী দুজনের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর পরিবার গড়ে তুলতে পারলেই ওই পরিবারে শান্তির ছোয়া লাগবে। কারও একার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়। একটি উন্নত দেশ গড়ে তুলতে হলে সমাজের সকল শ্রেণীর মানুষকে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যেতে হবে। বিশেষ করে জনসংখ্যা নিয়ন্ত্রন, কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ স্বাস্থ্য সম্পর্কিত প্রতিটি কাজকেই গুরুত্বসহকারে নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। গতকাল সোশ্যাল মার্কেটিং কোম্পানী-এসএমসি ও ইউএসএআইডি এর অর্থায়নে সীমান্তিক কর্তৃক বাস্তবায়নাধীন নতুনদিন প্রকল্পের উদ্যোগে সরকারী ও বেসরকারী পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে কমিউনিটি মোবিলাইজেশন সংক্রান্ত এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ একথাগুলো বলেন। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মোঃ কামাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দেব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান এবং তানিয়া খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাওছার শোকরানা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম। সভায় প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার-এমআইএস এন্ড ডকুমেন্টেশন মোঃ মাহবুবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার-মনিটরিং পিযুষ কান্তি দেবনাথ।