Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানী

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ মাধবপুরে বাস ও দুইটি ট্রাকে ত্রিমুখি সংঘর্ষে ৪জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছেন আরো ১০ জন। গতকাল মঙ্গলবার সকাল পৌণে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হরিতলা নামকস্থানে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, বাস চালক নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তালুককান্দি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ফরহাদ মিয়া (৫০), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নিয়ামত গ্রামের আব্দুল মতিনের ছেলে সামসুর রহমান (৪০), চাপাইনবাবগঞ্জের মৃত দ্বীজেন্দ্র সাহার ছেলে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দিরাই জোনের মেরামত প্রশিক্ষক শ্যামল কুমার সাহা (৪২) ও সাতক্ষিরা সদরের নজরুল ইসলামের ছেলে সেলিম রেজা (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫২৪৫৫) সকাল পৌণে ৮টার দিকে মাধবপুর উপজেলার হরিতলা নামকস্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৩-৫৩০৮) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হন। আহত অবস্থায় সেলিম রেজাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসে। এছাড়াও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।