Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অভিষেক ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে ॥ গ্লোবাল সায়েন্স ক্লাব এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘বিজ্ঞানকে মানুষের নিকট সহজতর করে তোলা’ এই স্লোগানকে সামনে রেখে “গ্লোবাল সায়েন্স ক্লাব” এর অভিষেক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
গতকাল রবিবার বিকেল ৩টায় শহরের জেলা শিল্পকলা একাডেমীতে এর অভিষেক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গ্লোবাল সায়েন্স ক্লাব এর সভাপতি সাইফুদ্দিন জাবেদের সভাপতিত্বে ও সৈয়দা তাসলীম মুনতাহার মীমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক টি.এম আল-আনাম মুকিত। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন, বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াছ বখ্ত জালাল, পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার, চিলড্রেন গ্রেইস স্কুলের পরিচালক মোঃ আব্দুস সাত্তার, রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আতিকুর রহমান সোহাগ ও এডঃ সায়লা পারভিন প্রমূখ। অনুষ্ঠানে ইন্টারনেট অব থিংকস্ বিষয়ের উপর কর্মশালা করান কম্পিউটার ডিপার্টমেন্ট-এর শিক্ষার্থী ইশতিয়াক আল রিগাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পান্না, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব, অর্থ সম্পাদক মাযহারুল ইসলাম সাদী, বিজ্ঞান বিষয়ক সম্পাদক তানজিল আহমেদ তন্ময়, প্রচার সম্পাদক তানভীর শাহরিয়া ইমন, সদস্য মো আব্দুস সাত্তার, মহসিন সাদেক, তারেক ইকবাল, ধীমান চন্দ, ফাহিম ফয়সাল তুহিন, অনিক দাস আকাশ, তানভীর ইসলাম রবিন, রাহুল রায় রুদ্র, ফারহান আলম চৌধুরী, শাহ মেহরাব হোসেন ফাহিম, মেহেদি হাসান পরাগ, রাবেয়া আক্তার ইতি, মাহদিয়া মাহি, তানিয়া বাহার স্মৃতি, নাঈমা খানম প্রমি, আফিয়া ফাহমিদা ফারিহা, ফারজানা সাবিহা, সাইমা ইসলাম জেরিন, ফাহিম ইশরাক, আজমাঈন তরফদার আনান, আকিব হাসান, ফাকুর রহমান রাহাম, আশফাক শাহজানান সামি। সংগঠনের পৃষ্টপোশকতা করছেন সংগঠনের প্রধান উপদেষ্টা জিয়াউর রহমান তরফদার মাহিন, দুলাল সূত্রধর ও ডাঃ আবু রেজা।