Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাড়িতে মাদকের আস্তানায় মিনি পতিতালয় ॥ সিসি ক্যামেরা লাগিয়েও রক্ষা হলনা ॥ র‌্যাবের হাতে ধরা পড়ে দুই বছরের জেল

স্টাফ রিপোর্টার ॥ মাদক ব্যবসায়ী রুস্তুম আলী। দীর্ঘদিন ধরে তিনি এ ব্যবসা চালিয়ে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার আটক হয়ে তিনি হাজতবাস করেছেন। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী থেকে রক্ষা পেতে বাড়িতে স্থাপন করেন সিসি ক্যামেরা। কিন্তু সিসি ক্যামেরাও তাকে রক্ষা করতে পারেনি। র‌্যাবের হাতে ধরা পড়ে ভ্রাম্যমান আদালতে তার ২ বছরের কারাদণ্ড হয়েছে। সেই রুস্তুম আলীর বাড়ি চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের গণেশপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুস্তম আলী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকের আস্তানা এবং মিনি পতিতালয় গড়ে তুলেন। মাদক বিক্রির জন্য বিভিন্ন সময় গ্রেফতার হয়ে তিনি কারাগারেও গিয়েছেন। আর তাই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ঘরে বসে যাতে বুঝতে পারেন, সেজন্য বাড়ির চারদিকে সিসি ক্যামেরা স্থাপন করেন। এর সন্ধান পায় শ্রীমঙ্গল র‌্যাব-৯। এরই পরিপ্রেক্ষিতে চুনারুঘাট উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য রুস্তম আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ৮৩ পিস ইয়াবা, এক বোতল হুইস্কি, ইয়াবা সেবনের ফয়েল পেপার এবং জন্মনিয়ন্ত্রণ পিল এবং বিভিন্ন উপকরণ উদ্ধারসহ রুস্তম আলীকে গ্রেফতার করা হয়।
রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রুস্তম আলীকে দুই বছরের কারাদণ্ড দেন।