Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে কলেজ কর্তৃপক্ষের অবহেলায় ডিগ্রী পরীক্ষা দিতে পারেনি এক ছাত্রী

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজের কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে চলতি বিএসএস (স্নাতক) ১ম বর্ষ (পাস কোর্স) পরীক্ষা ২০১৭ এ অংশগ্রহণ করতে পারেনি ওই কলেজের ছাত্রী জেরিন আক্তার। তার সহপাঠীরা গতকাল শনিবার পরীক্ষায় অংশগ্রহণ করলেও জেরিন পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষা দিতে না পেরে জেরিন ও তার পরিবারের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। ভবিষ্যতে জেরিন পরীক্ষা দিতে পারবে কি না এ নিয়েও সংশয় রয়েছে। জেরিন আক্তার জানান, নিয়ম অনুযায়ী কলেজ কর্তৃপক্ষের নিকট ফরম পূরণের জন্য ৪ হাজার ৪শ ৫০ টাকা পরিশোধ করা হয়। টাকা দিয়ে নির্ধারিত ফরম পূরণ করার পরও প্রবেশ পত্র আসেনি। তার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে তার এমন ক্ষতি হয়েছে। কলেজের অধ্যক্ষ আলী আজগর এর সত্যতা নিশ্চিত করে বলেন ফরম পূরণের পর ওই ছাত্রী কলেজের সাথে আর কোন যোগাযোগ করেনি। কিছু কাগজপত্র সময়মত না দেওয়ায় এমন ঘটনা ঘটেছে। তবে ফরম পূরণের জন্য একটি নিদিষ্ট কমিটি রয়েছে। ওই কমিটির কারো দায়িত্ব অবহেলা কিংবা ভুলত্র“টির ছিল কি না তা তদন্ত করে দেখা হয়েছে।