Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তাহমিনা টিউমার থেকে মুক্তি পেলেও ক্যানসার তাকে ছাড়েনি

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের নিখোঁজ বাচ্চু মিয়ার ছোট্ট শিশু কন্যা তাহমিনা আক্তার (৬) বেড়ে উঠার বয়সেই চোখে টিউমার ধরা পড়ে। বিত্তবানরা এগিয়ে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয় চিকিৎসা। টিউমার থেকে মুক্তি পেলেও ক্যানসার থাকে ছাড়েনি। শনিবার বিকেল ৩টায় নিজ বাড়িতে তাহমিনা আক্তার (৬) শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাহমিনার পিতা বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে নিখোঁজ। পরিবারের সাথে নেই তার যোগাযোগ, বেচে আছেন কী না তাও জানেনা পরিবার। বাবার অবর্তমানে অসহায় হয়ে পড়ে পরিবার। তাহমিনাকে নিয়ে সংবাদ প্রকাশ হলে এগিয়ে আসেন সমাজের বিত্তবান ও প্রশাসন। সবার সহযোগিতায় অসহায় এই মেয়ের টিউমারের অপারেশন হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত বছরের ১৯ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় তাহমিনা। ৪৫দিন চিকিৎসা শেষে টিউমার ভালো হয় তাহমিনার কিন্তু সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় শেষ রক্ষা হয়নি তার। মৃত্যু থাকে ছাড়েনি। তাহমিনার মা কান্নাজড়িত কন্ঠে বলেন, সকলের সহযোগিতায় আমার মেয়ের বাম চোখের টিউমার ভালো হয়ে যায় কিন্তু তাকে বাঁচাতে পারলাম না ক্যানসার তাকে আমার কাছ থেকে কেড়ে নিল, তিনি আরও বলেন টিউমার ভালো হওয়ার পর তার যখন ক্যানসার ধরা পড়ে তখন ঢাকা বেশ কয়েকবার বড় ডাক্তার দেখিয়েছি কিন্তু শেষমেশ আমার মেয়েটা মৃত্যুবরণ করলো। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাহমিনার দাফন সম্পন্ন হয়েছে ।