Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়চঙ্গে বজ্রপাতে নিহত’র পরিবারকে ২০ হাজার টাকা করে সাহায্য প্রদান

স্টায় রির্পোটার ॥ বানিয়াচং ও আজমিরীগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান বলেছেন, আগামী বাজেট অধিবেশনে বজ্রপাতে করণিয় সর্ম্পকে সংসদে তিনি তুলে ধরবেন। তিনি বলেন, ইদানিং হাওড় এলাকায় বজ্রপাতে কৃষক ও ধানকাটা শ্রমীক নিহতের সংখ্যা বেড়েছে। নিহতদের স্বজনদের কাছে তাৎক্ষনিকভাবে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সাহায্য প্রদান করা হচ্ছে, যা আগের কোন সরকার তা করেনি। তিনি গতকাল শুক্রবার দুপুরে বানিয়াচংয়ের দৌলতপুর ইউনিয়নের কবিরপুর, দৌলতপুর ও তেলঘড়ি গ্রামে বজ্রপাতে নিহত অধীর বৈষ্ণব,মিজানুর রহমান ও বসুদেব বৈষ্ণবের পরিবারে সাথে দেখা করে এলাকাবাসির উদ্যেশে এ কথা বলেন।
পরে তিনি কাগাপাশা ও দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঝড় ও শিলা বৃষ্টিতে আহত লোকজনকে দেখতে যান এবং প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষক ও ঝড়ে পড়া বাড়িঘরের অসহায় মানুষদের তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
শুক্রবার সকালে ঐ এলাকায় ঝড়ে অর্ধশত বাড়িঘর ও হাওড়ের প্রায় ৩০০ হেক্টর জমির পাকা ধান শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে যায় এসময় আহত হয় অর্ধশত মানুষ।
এ সময় বানিয়াচং আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ ফরিদ মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, ইউপি আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মলাই, ইউপি সদস্য মাইনউদ্দিন, জাহাঙ্গির চৌধুরী, আওয়ামী লীগ নেতা অমর রায়, আতাউর রহমান, যুবলীগ নেতা সুবল বণিকসহ শতাধিক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। তিনি বিকেলে বানিয়চং দারুল কোরাান মাদ্রাসায় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বিশেষ দোয়া মাহফিলে শরিক হন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল বাসিত আজাদ।