Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে বজ্রপাতে স্কুলছাত্রীসহ নিহত ২ ॥ বসত ঘরও এখন নিরাপদ নয়

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ রান্নাঘর আর বসতঘর পাশাপাশি। মাঝখানে ২/৩ হাত জায়গা ফাঁকা। এই ফাঁকা জায়গাটিতেই বজ্রপাতে মারা গেলেন স্কুলছাত্রী তানিয়া আক্তার (১৩)। নিহত তানিয়া সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামের জাহির মিয়ার মেয়ে। তিনি হানিফ খান দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। নিহত তানিয়ার পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ভারী বৃষ্টি শুরু হয়। ওই সময় তানিয়া বসতঘর থেকে রান্না ঘরে যাচ্ছিল। এরই মধ্যে দুটি ঘরের প্রায় দুই হাত ব্যবধানের ফাঁকা জায়গায় বজ্রপাত আঘাত হানে। এতে তানিয়া আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া একই দিন বানিয়াচং হাওরে এক কৃষক মারা গেছেন। নিহত কৃষকের নাম মিজানুর রহমান (৫২)। তিনি দৌলতপুর গ্রামের রহিম বক্স এর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নলুয়ার হাওরে ধান কাটতে গিয়েছিলেন মিজারনুর রহমান। দুপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সাথে আকস্মিক বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বানিয়াচংয়ে বজ্রপাতে ১৬ জনের প্রাণহানী ঘটেছে।