Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কালেঙ্গা বনে গাছ চাপায় বনদস্যুর প্রাণহানি

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের গভীর জঙ্গলে গাছ কাটতে গিয়ে গাছের চাপায় এক বনদস্যুর প্রাণহানি ঘটেছে। নিহত বনদস্যু হচ্ছে-চুনারুঘাট উপজেলার পারকুল বস্তি গ্রামের রফিক আলীর ছেলে কাউসার মিয়া (৩০)। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোরে কালেঙ্গা বিটের জাম্বুরাছড়া এলাকায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-চুনারুঘাট উপজেলার পারকুল বস্তি গ্রামের রফিক আলীর ছেলে কাউসার মিয়া (৩০) এখলাছ মিয়া, হাফিজ ও তাজুলসহ একদল বনদস্যু কালেঙ্গা বনের জাম্বুরাছড়া এলাকার গভীর জঙ্গলে গাছ কাটতে যায়। গাছ কাটার এক পর্যায়ে একটি কাটা গাছ কাউসার মিয়ার উপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় কাউসারের সঙ্গীরা তার লাশ এনে পারকুল নাচঘরের সামনে ফেলে রেখে চলে যায়। সকালে খবর পেয়ে নিহতের আত্মীয় স্বজন লাশ উদ্ধার করে নিয়ে তড়িঘড়ি করে দাফন করে। এলাকার ব্যবসায়ী জালাল মিয়া ও যুবলীগ নেতা জাহাঙ্গীর মিয়া জানান, কাউসারকে তার সঙ্গীয়রা ডেকে নিয়ে পাহাড়ে গাছ কাটতে যায়। সকালে পারকুল চা বাগানের নাচঘরের কাছে কাউসারের লাশ পড়ে আছে এখবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। লাশের গায়ে গাছের চাপাসহ নানা আঘাতের চিহ্ন দেখতে পেয়েছে বলেও তারা জানায়। স্থানীয় রানিগাও ইউপি চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ নিহতের আত্মীয় স্বজন নিয়ে দাফন সম্পন্ন করেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী বলেন, এ বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।