Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহিলা ভাইস চেয়ারম্যানের উদ্যোগে কুটির শিল্পজাতের প্রশিক্ষনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্ন্য়ন ফোরামের সভাপতি ফেরদৌস আরা বেগমের উদ্যোগে দারিদ্র বিমোচনে ও মহিলাদের স্বামলম্বী করার লক্ষে কুটির শিল্প জাতের প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে মাস ব্যাপী এ প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম। নারী উন্নয়ন ফোরাম-এর সাধারণ সম্পাদক মোছাঃ শামছুন্নাহার বেগম-এর পরিচালনায় উক্ত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার, সদর উপজেলা সহকারী প্রকৌশলী মাজেদুল হক, ইউপি সদস্য আছমা বেগম, মেঘলা আক্তার, মমতা বেগম, ঝর্না আক্তার, মিনারা বেগমসহ নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ। সদর উপজেলা পরিষদের বরাদ্দ খাত থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন মহিলাকে মাস ব্যাপী এ কুটির শিল্পজাতের প্রশিক্ষন দেবেন চম্পা আক্তার ও লিমা আক্তার। এরপূর্বে বিকেল ৩টায় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকদের মধ্যে সিলিং ফ্যান ও অসহায় দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে ও নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোছাঃ শামছুন্নাহারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক। এ সময় উপজেলা সহকারী প্রকৌশলী মাজেদুল হকসহ নারী উন্নয়ন ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।