Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিক্ষা ও পরিবেশ সুরক্ষায় কাজ করার প্রতিশ্র“তি নবীগঞ্জে বিভাগীয় কমিশনার

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ বিভাগীয় কমিশনার মোছাম্মাৎ নাজমানারা খানুম বলেছেন, শিক্ষা ও পরিবেশ সুরক্ষায় আমি সর্বস্তরের মানুষকে নিয়ে একসাথে কাজ করতে চাই। বক্তব্যে তিনি রাস্তাঘাট সংস্কার, স্কুল-কলেজ, মাদ্রসাসহ সকল শিক্ষা প্রতিষ্টানের সমস্যা নিয়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা মাধ্যমে সমাধানের আশ্বাস প্রদান করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে তিনি তার বক্তব্য সংক্ষিপ্ত করে বলেন, আমি আপনাদের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সিলেট বিভাগের শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটসহ সকল সমস্যা সমাধানে নিরলস কাজ করে যাব। গতকাল বুধবার সকালে তিনি নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌফিক বিন হাসানের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতীক), কৃষি অফিসার দুলাল উদ্দিন, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটির প্রতিনিধি অনন্ত কুমার দাশ, সাংবাদিক প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল প্রমুখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মজসিদের পেস ইমাম মাওলানা আব্দুল করিম। গীতাপাঠ করেন বিপুল চক্রবর্তী। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, স্কুল শিক্ষক, রাজনৈতিক নেতা ও সকল সরকারী কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।