Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের প্রখ্যাত আলেম মুফতি গিয়াস উদ্দিনের জানাযা আজ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইজপুর গ্রামের প্রখ্যাত আলেম মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আহমদ দিনারপুরীর লাশ আজ বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে আসবে। বাদ আছর দিনারপুর ফুলতলী আলিয়া মদরাসা সংলগ্ন সাতাইহাল খেলার মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। তার সন্তান এবং দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসার সুপার মাওলানা শেখ ফরহাদ ছাদ উদ্দিন আহমেদ জানাযার নামাজে ইমামতি করবেন। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। শনিবার দুপুর দেড়টায় মাওলানা গিয়্সা উদ্দিন লন্ডনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার স্থানীয় সময় বেলা ২টায় লন্ডনের জিয়াউল কোরআন সেন্ট্রাল জামে মসজিদে তার প্রথম জানাযার নামাজ অনুষ্টিত হয়। মুফতি গিয়াস উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তিনি
দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসা প্রতিষ্ঠাসহ অনেক দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি বহু ইসলামী গ্রন্থের প্রণেতা। তার ছেলে শেখ ফরহাদ ছাদ উদ্দিন আহমেদও একজন বড় আলেম এবং দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসার সুপার। মুফতি গিয়াস উদ্দিন আহলে সুন্নাত ওয়াল জামাত ওলামা সংসদ ইউকে এন্ড আয়ারল্যান্ড এর সভাপতি ছিলেন। তার প্রতিষ্ঠিত মুনীরিয়া কেরাত প্রশিক্ষণ দেশের বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়।