Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জলমগ্ন শহর ॥ যেন সাগর তীরে গড়ে উঠা কোন নগরী

স্টাফ রিপোর্টার ॥ বাস্তবে হাঁটুপানি। কিন্তু ছবি দেখলে মনে হবে সাগর তীরে গড়ে উঠা কোন নগরী। হবিগঞ্জের ঐতিহ্যবাহী জালাল স্টেডিয়াম দেখলে এমনই মনে হবে। একই চিত্র হবিগঞ্জ জেলার কর্ণধার জেলা প্রশাসকের বাসভবন প্রাঙ্গণ। পাশাপাশি পুলিশ সুপারের বাসভবনের সড়ক। সেই সাথে

ভি.ভি.আইপিদের বিশ্রামাগার সার্কিট হাউজ প্রাঙ্গণে বয়ে গেছে অথৈ পানির স্্েরাত। এছাড়া শহরের শ্যামলী, সিনেমাহল এলাকা, অনন্তপুর, ইনাতাবাদ, রাজনগর, শায়েস্তানগর, মুসলিম কোয়ার্টার, কলেজ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, মোহনপুরসহ পৌর এলাকার দুই-তৃতীয়াংশ আবাসিক এলাকা ছিল জলমগ্ন।
গত সোমবার রাত থেকে মঙ্গলবার দিনভর থেমে থেমে ভারী বৃষ্টির কারণে হবিগঞ্জ শহর দুর্ভোগের জনপদে পরিণত হয়।
শহরের অনেক এলাকার লোকজনকে পানিবন্দি অবস্থায় চলাচল করতে দেখা যায়।
ভুক্তভোগীরা জানান, ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ার পাশাপাশি অনেক স্থানে ড্রেন বন্ধ করে দেয়া হয়েছে। যে কারণে সামান্য বৃষ্টির পানিতেই শহর জলমগ্ন হয়ে পড়ে। পরিকল্পিত ড্রেনেজ নির্মাণের ব্যবস্থা না করা হলে এই দুর্ভোগ চলতেই থাকবে বলে শহরবাসী মনে করেন।