Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শারজাহ গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই

স্টাফ রিপের্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশ কে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করতে হলে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তিনি অসম্ভব কে সম্ভব করে তুলেছেন। বাংলাদেশের কৃষক যেখানে সারের জন্য গুলি খেয়ে মরেছে, সেখানে আজ কৃষকরা প্রায় নাম মাত্র মুল্যে সার পাচ্ছে। সে জন্য আজ দেশে বাম্পার ফলন হচ্ছে। পদ্মাসেতু, মেট্রোরেল, সাবমেরিন কেবোল, বঙ্গবন্ধু স্যাটেলাইট এসব ছিল কেবলই স্বপ্ন। সেই স্বপ্নের বাস্তবায়ন কেবল শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। তাই উন্নয়নের ধারাবাহিতা বজায় রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার। আগামী জাতীয় নির্বাচনে উন্নয়ন ও স্বাধীনতার প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের জোয়ার অব্যাহত রাখার আহবান জানান। গত শনিবার দুবাইয়ের শারজাহতে গণসংবর্ধনা অনুষ্টানে এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতী সংঘের মহাসচিবসহ বিশ্বের বড় বড় নেতারা আজ উন্নয়নের জন্য বাংলাদেশের উদাহরণ টেনে আনেন। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। ২০০৮ সালে বিএনপি জামাতের রেখে যাওয়া ভাংচুর অর্থনীতি থেকে আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে চলেছে। বাংলাদেশের মানুষের আয়ের উৎস বৃদ্ধি পেয়েছে। ২০০৮ সালে যেখানে বিদ্যুৎ উৎপাদিত হত মাত্র ৩৪০০ মেগাওয়াট, সেখানে আজ বিদ্যুৎ ১৬ হাজার মেগাওয়াট উৎপাদিত হচ্ছে। বাংলাদেশের শিক্ষাখাত, চিকিৎসা খাত, সামাজিক নিরাপত্তা খাত সহ দরিদ্র মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। একটি বাড়ী একটি খামারের মাধ্যমে আজ দরিদ্র জনগোষ্ঠী সাবলম্বি হয়েছে। বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি বাংলাদেশের বিদ্যুৎ খাত এবং সরকারের উন্নয়নের অন্যান্য বর্ণনা গুলো তুলে ধরেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে ইউ এ ই আওয়ামীলীগের সভাপতি বাবু রাখাল কুমার গোপ এর সভাপতিত্বে জি এম জায়গীরদার ও নাসির উদ্দিন কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন আহমদ হোসেন মীর খোকন। সভায় আরো বক্তব্য রাখেন, বিদায়ী অতিথি ডাঃ সৈয়দ নুর মুহাম্মদ, ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ,বাবু অনুকুল রাম, ইসমাইল গনি চৌধুরী, পেয়ার মুহাম্মদ, কাজী মুহাম্মদ আলী, শাহ মাকসুদ, দেলোয়ার আহমদ, হাজী মুহাম্মদ ইউসুফ, জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী, মীর আহমদ, খায়েজ আহমেদ, এহসানুল হক চৌধুরী, এস, কে আলাউদ্দিন, হানিফ ভুইঞা, মীর খোকন, নাজমুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকবর আলী। অতিথিবৃন্দ কে সভার শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সংঘটনের নেতা কর্মীরা।