Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৪.১৮% ॥ সর্বোচ্চ নাদামপুর হাইস্কুল, সর্বনিম্ন তাজউদ্দিন কুরেশী

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল থেকে অংশ নেয়া এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ১২১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩ জন কৃতকার্য হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ৩৫ জন। উপজেলায় গড় পাশের হার ৬৪.১৮%। গতকাল রবিবার দুপুরে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে এই তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। তাদের ওয়েবসাইডে দেয়া তথ্যে দেখা যায় নবীগঞ্জ জেকে মডেল হাইস্কুল থেকে পরীক্ষায় অংশ নেয় ২৭৫ জন। এরমধ্যে ১টি জিপিএ-৫’সহ ১৫২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ওই স্কুলে পাশের হার ৫৫.২৭%, হিরামিয়া গার্লস হাইস্কুলের ১৫৫ জন অংশ নেয়। তার মধ্যে ৮টি জিপিএ-৫’সহ কৃতকার্য হয়েছে ১১৬ জন। পাশের হার ৭৪.৮৪%, হোমল্যান্ড আউডিয়াল স্কুল থেকে ৭০ জন অংশ নেয়। তার মধ্যে ১১টি জিপিএ-৫সহ পাশ করেছেন ৬০ জন। পাশের হার ৮৬%, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের ১৬০ জন অংশ নেয়। তারমধ্যে পাশ করেছে ৭৯ জন। পাশের হার ৪৯.৩৮%, রাজরানী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৮৬ জন অংশ নেয়, এরমধ্যে পাশ করেছেন ৯৪ জন। পাশের হার ৫০.৫৩%, হযরত শাহ তাজউদ্দিন কুরেশী হাইস্কুলের ১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৪৯.৭১%, ইনাতগঞ্জ হাইস্কুলের ২৩৯ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৬২ জন পাশ করেছে। পাশের হার ৬৮%, বনকাদিপুর আমজাদ আলী হাইস্কুলের ৬৫ জন অংশ নেয়। তার মধ্যে ১টি জিপিএ-৫সহ পাশ করেছে ৫০ জন। পাশের হার ৭৬%, দীঘলবাক উচ্চ বিদ্যালয়ে ১১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮১ জন। পাশের হার ৭২.৯৭%, নাদামপুর হাইস্কুল থেকে ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩টি জিপিএ-৫সহ পাশ করেছে ১৩১ জন। পাশের হার ৯৩%, বাগাউড়া হাইস্কুলের ২০০ জন অংশ নেয়। তারমধ্যে ৪টি জিপিএ-৫সহ ১৪৯ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৭৫%, এসএনপি স্কুল এন্ড কলেজ থেকে অংশ নেয় ১০৪ জন, এরমধ্যে ২টি জিপিএ-৫সহ পাশ করেছে ৯৭ জন। পাশের হার ৯৩%, বিবিয়ানা আদর্শ হাইস্কুলে থেকে ৭২ জন অংশ নেয়, পাশ করেছে ৪৬ জন, পাশের হার ৬৪%, আউশকান্দি র.প. হাইস্কুল এন্ড কলেজ থেকে ২৬১ জন অংশ নেয়, জিপিএ-৫ ২টিসহ পাশ করেছে ১৫৪ জন, পাশের হার ৫৯%, ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দেয় ১১৪ জন, ১টি জিপিএ-৫সহ পাশ করেছে ৪৩ জন, পাশের হার ৩৭.৭২%, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় ১৩৬ জন, পাশ করেছে ৯৮ জন। পাশের হার ৭২.০৫%, গোপলার বাজার হাইস্কুল থেকে অংশ নেয় ১১৮ জন, পাশ করেছে ৬৬ জন, পাশের হার ৫৫.৯৩%, মতিউর রহমান হাইস্কুল থেকে ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৫১.২৫%, দিনারপুর হাইস্কুলের ৩০১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ ১টিসহ ১৭৩ জন পাশ করেছে। পাশের হার ৫৭% এবং রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ থেকে ২৭৭ জন অংশ নেয়, এরমধ্যে জিপিএ-৫ ১টিসহ ২০১ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৭২%। এছাড়া ভোকেশনাল ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন পাশ করেছে। পাশের হার ৮৫.৭১%।