Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইজ্জ্বতের মূল্য ৫ হাজার টাকা অভিমানে কিশোরীর আত্মহত্যা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গ্রাম্য সালিসের রায়ের প্রতি অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। সালিসে তার ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার টাকা। আত্মহত্যাকারী কিশোরী হচ্ছে ধর্মঘর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের তারেক মিয়ার মেয়ে তাসলিমা (১৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে একই গ্রামের কানা কাশেমের স্ত্রী নিলুফা কৌশলে ঢেকে নিয়ে মাদকের আস্তানায় আটকে রাখে তাসলিমাকে। পরে একই গ্রামের সফিল মিয়ার ছেলে বাবুল মিয়া জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় তাসলিমার আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে বাবুল পালিয়ে যায়। এ ঘটনায় মুখ না খুলতে গ্রামের কয়েকজন মাতব্বর ধর্ষিতার বাবাকে চাপ সৃষ্টি করে এবং বিষয়টি সালিসে নিষ্পত্তির করে দিবে বলে জানায়। গত শনিবার সকালে মাতব্বর নুরুল ইসলামের সভাপতিত্বে গন্ধর্বপুর খেলার মাটে তার বাড়ির নিকট বসে সালিস। সালিসে তাসলিমাকে হাজির করে মাতব্বররা তাসলিমার কাছ থেকে বিবরন শুনে তার চিকিৎসার খরচ বাবদ বাবুলকে ৫ হাজার টাকা জরিমানা করেন। শাস্তিস্বরূপ ধর্ষিতার বাবার পায়ে ধরে মাফ চাইয়ে ঘটনার নিষ্পত্তি করা হয়। সালিসের রায়ের পর থেকে তাসলিমা ক্ষোভে দুঃখে বাকরুদ্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে রোববার সকাল সাড়ে ১১ টার দিকে তীরের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। এ ব্যাপারে ধর্ষিতার মামা আমিন আহাম্মদ জানান, জনৈক প্রভাবশালী ব্যক্তি মেয়ের বাবাকে চাপ দিচ্ছে যাতে থানায় না জানানো হয়। ধর্ষিতার বাবা তারেক মিয়া জানান, প্রভাবশালীরা জোর করে তাকে সালিসে বসায়। এ কারনে আমার মেয়ে অপমান, ক্ষোভ, দুঃখ নিয়ে গলায় ফাঁস দিয়ে জীবন দিয়েছে। আমি ঘটনার বিচার চাই। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে থানায় জানানো হয়েছে। ওসি তদন্ত ইয়াছিনুল হক জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সন্ধ্যায় থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে তাসলিমার পিতা বাদী হয়ে লম্পট বাবুলসহ কয়েক জনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।