Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান মে দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচী অনুযায়ী ১ মে সকাল ৭টায় সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ৩ মে সন্ধ্যা ৭টায় ঘাটিয়া বাজারস্থ কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, মার্চেন্ট এসোসিয়েশনের আহব্বায়ক রোটারিয়ান মোঃ ফজলুর রহমান লেবু, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সভাপতি মোঃ শামছুল হুদা, আদর্শ রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দুলাল সুত্রধর, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, জেলা চাউল কল মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান বাচ্চু ও ওসমানী স্মৃতি ও গবেষণা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মোঃ তৌহিদ মিয়া।
সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ছালেক মিয়ার পরিচালনায় আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, এম.এ.ওয়াহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম খান, সাংগঠনিক সম্পাদক সজল রায়, দপ্তর সম্পাদক প্রদীপ দাস, প্রচার সম্পাদক বাদল রায় বক্তব্য রাখেন। শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শ্রমিকদের বিভিন্ন দাবীর মধ্যে প্রতিবছর শারদীয় দূর্গাপূজায় ১ দিন ছুটি কার্যকর করা, নবীগঞ্জ পৌর শহর ও হবিগঞ্জের বানিয়াচং রোড, নবীগঞ্জ রোড ও খাদ্য গুদাম রোড এলাকায় সাপ্তাহিক বন্ধ চালু করার জোর দাবী জানালে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের দাবীর সাথে একমত পোষণ করে দ্রুত দাবীপূরণের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহ-সভাপতি এম.এ. ওয়াহিদ এবং গীতা পাঠ করেন সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস।