Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাসপাতালে নার্সের অবহেলায় শিশুর মৃত্যু ॥ নার্স বরখাস্ত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নার্সের অবহেলায় এক শিশুর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় নার্স জ্যোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা তাকে হাসপাতালে অবরুদ্ধ করে রাখে। গতকাল বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের খোকন মিয়ার (৪৫) নবজাতক শিশু শ্বাসকষ্টে আক্রান্ত হলে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন গতকাল রোববার দুপুরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। এ সময় শিশুর অভিভাবকরা অ্যাম্বুলেন্স আনার আগেই নার্স জ্যোৎস্না ইনকিউবেটরে থাকা শিশুর অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিলে সে মারা যায়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিশুর স্বজনরা। পরিস্থিতি বেসামাল দেখে নার্স জ্যোৎস্না হাসপাতালের একটি কক্ষে লুকিয়ে আত্মরক্ষা করেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষনিক জ্যোৎস্নাকে সাময়িক বরখাস্ত করেন। এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ইমতিয়াজ জানান, কর্তব্য অবহেলার কারনে নার্সকে বরখাস্ত করা হয়েছে।