Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে উপজেলা নির্বাচন সুবিধাজনক অবস্থানে বিএনপি ত্রিমুখী সংকটে রয়েছে আ.লীগ

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা নির্বাচন এখন নবীগঞ্জবাসীর প্রধান আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে। হাট-মাটে কৃষি কাজে সর্বত্রই কোন প্রার্থীর কি অবস্থান এ নিয়ে চলছে সরব আলোচনা। দলীয় আবহে নির্বাচন হলেও প্রার্থীদের যোগ্যতা এবং আচার আচরণ নিয়ে চুল ছেড়া বিশ্লেষন চলছে সাধারণ ভোটারদের মাঝে। বিভিন্ন এলাকা ঘুরে ও সাধারণ মানুষের সাথে আলাপ করে যে তথ্য পাওয়া গেছে-তাতে কোন প্রার্থীই সর্বত্র একচ্ছত্র অবস্থান তৈরী করতে পারেননি। এলাকাভিত্তিক কেউ এগিয়ে আবার কেউ পিছিয়ে রয়েছেন। কোন প্রার্থীর পক্ষেই জোয়ার ভোটের জোয়ার সৃষ্টি হয়নি। ভোটের দিন যত এগিয়ে আসছে কোন কোন প্রার্থীর অবস্থান উঠানামা করছে। দিন দিন পাল্টাচ্ছে ভোটের হিসাব নিকাশ। সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। জাতীয় নির্বাচনের মতই এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে মনে করছে প্রধান দুইটি দল আওয়ামীলীগ ও বিএনপি। তবে দুটি দলের মধ্যে বিএনপি অনেকটা সুবিধাজনক আবস্থানে আছে বলে সাধারণ মানুষের সাথে আলাপ করে জানা গেছে। শুরুতে বিএনপির যে কোন্দল ছিল তা আর নেই। দলীয় হাই কমান্ডের নির্দেশে সব কোন্দল মিটিয়ে দলের প্রার্থীকে বিজয়ী করার মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ সবাই মাঠে কাজ করছে। ফলে বিএনপি প্রার্থী এখন আগের চেয়ে অনেক এগিয়ে গেছে বলে সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে। আর বিএনপি প্রার্থী এগিয়ে যাওয়ার কারণে পিছিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী। অপরদিকে ত্রিমুখী সংকটে পড়েছে আওয়ামীলীগ। যদিও ২ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তারপরেও তাদের অবস্থান একেবারে খাটো করে দেখার নয় বলে অনেকের সাথে আলাপকালে জানা গেছে। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী প্রকাশ্যে না পারলেও গোপনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করছেন বলে আলোচনা আছে। সব মিলিয়ে নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন সচেতন মহল।