Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বড় বহুলা থেকে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বড় বহুলা গ্রাম থেকে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী নাসির উদ্দিন (২৮) নামে এক সিএনজি চালককে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত আব্দুল মন্নানের পুত্র। গত শুক্রবার দিবাগত গভীর রাতে সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে একটি মামলার ৬ বছরের সাজার পরোয়ানা রয়েছে। গত শুক্রবার উল্লেখিত সময়ে সদর থানার এসআই কামাল আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ বড় বহুলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। দীর্ঘদিন সে আত্মগোপনে ছিল।