Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আচরনবিধি লঙ্ঘন ৭ প্রার্থীর ১০ কর্মীকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে নবীগঞ্জে ৪ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও ৩ ভাইস চেয়ারম্যান প্রার্থীর ১০ কর্মীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার জামিল ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেনের নেতৃত্বে নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে দেয়ালে পোষ্টার লাগানোর অভিযোগে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের দু’কর্মীকে ১ হাজার টাকা, একই অভিযোগে চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিমের দু’কর্মীকে দেড় হাজার টাকা, একই অভিযোগে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ কামাল আহম্মেদের ১ কর্মীকে ৫শ টাকা জরিমানা করা হয়। এদিকে ব্যানার টাঙ্গানোর অভিযোগে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা এবং একাধিক মাইক ব্যাবহারের জন্য চেয়ারম্যান প্রার্থী মঈনুল আমীন বুলবুলের ২ কর্মীকে ২ হাজার টাকা জরিমানা ও একই অভিযোগে ভাইস চেয়ারম্যান প্রার্থী রায়েছ চৌধুরীর ১ কর্মীকে ১ হাজার টাকা জরিমানা ও একাধিক মাইক ব্যবহারের অভিযোগে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ গোলাম মোর্শেদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভ্রাম্যমান আদালত আচরনবিধি লঙ্ঘন করে ব্যানার লাগানোর অভিযোগে প্রার্থীদের সতর্ক করে দেয়ার পাশাপশি বিপুল সংখ্যক ব্যানার অপসারন করেন।