Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের পুরাতন খোয়াই নদীর সীমান চিহ্নিতকরণ দাবিতে বাপার স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর পুর্ণাঙ্গ সীমান চিহ্নিতকরণ, দখল এবং দূষণমুক্ত করে সংরক্ষণের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার। গতকাল ৩ মে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি দেয়া হয়। জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ স্মারকলিপি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয় ৫ কিঃ মিঃ লম্বা পুরাতন খোয়াই নদী হবিগঞ্জ শহরের প্রধানতম জলাধার। বর্ষা মৌসুমে শহরের বৃষ্টির পানি ধারণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় পুরাতন খোয়াই নদীর ভূমিকা অপরিসীম। এছাড়া এই শহরের ইতিহাস-ঐতিহ্য ও সৌন্দর্য্য বর্ধণের সাথে পুরাতন খোয়াই নদী একইসূত্রে গাঁথা। অথচ দুঃখজনক হলেও সত্য যে, কিছু স্বার্থান্বেষী মহল নদীটিকে অব্যাহতভাবে দখল করার কারণে এর শেষ চিহ্ন মুছে যেতে চলেছে। দীর্ঘদিন ধরে ভূমি দখলদারদের অবৈধ দখল, ভরাট ও দূষণের কারণে পুরাতন খোয়াই নদীর অবস্থা চরমে পৌঁছেছে। নদীটি ক্রমাগত ভরাট ও অবৈধ স্থাপনা গড়ে উঠার কারণে বর্তমানে অল্প বৃষ্টিপাতের ফলে বর্ষা মৌসুমে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। যা শহরের নি¤œাঞ্চলে কৃত্রিম বন্যা হিসেবে রূপ নেয়। এতে ভুক্তভোগী এলাকার মানুষকে দুর্গন্ধময় ও আবর্জনা মিশ্রিত পানিতে আবদ্ধ অবস্থায় বসবাস করতে হয়। অথচ দুঃখের বিষয় কয়েক বছর ধরে চলা আসা এসব সমস্যা দূরীকরণে কার্যকর কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।