Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রামেশ্বর গ্রামে বিদ্যুতায়নে মুনিম চৌধুরী এমপি আমি রাজনীতি করি মানুষের কল্যাণের ও উন্নয়নের জন্য

স্টাফ রিপোর্টার ॥ এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, বাহুবলের রামেশ্বর গ্রামে পল্লী বিদ্যুতায়ন হওয়ায় আশা করি সকলের মধ্যে আনন্দের বন্যা বয়ে আসবে। আমি সংসদ সদস্য হওয়ার পর এই প্রথম এখানে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেছি। এতে খুব আনন্দিত হয়েছি। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য। নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি পাকা করণের উদ্যোগ নেয়া হবে।
নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু গত শনিবার দুপুরে বাহুবল উপজেলার নন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রামেশ্বর গ্রামের পল্লী বিদ্যুতের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমেদ-এর সভাপতিত্বে ও এম এ জাহির আহমেদ-এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল হক, লামাতাসী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সভাপতি সফি আহমেদ চৌধুরী, মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ ক ম উস্তার মিয়া তালুকদার, লামাতাসী ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তার আবুল হোসেন, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস সামাদ মেম্বার, মানব কল্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, নন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেন্ড দেব, সহকারী শিক্ষক আউলি মিয়া, তপন কুমার বণিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি মেম্বার নুর ইসলাম, রাজু মিয়া, শিক্ষক আব্দুল হাফিজ তালুকদার মানিক, সালাম মিয়া, আলী হাসান, আব্দুল হাই, তোতা মিয়া, আজব আলী, আব্দুল খালেক, ইদ্রিছ মিয়া, হেলাল মিয়া প্রমূখ।