Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মামলা তদন্ত করে পুলিশ চলে আসার পরই বাদীর বাড়ি-ঘরে হামলা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লীতে মারামারি ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন আব্দুল আলী নামে এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার সকালে ওই মামলার তদন্ত করে পুলিশ ফিরে আসার পরপরই আসামীগণ ও তাদের পক্ষের লোকজন বাদীর বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এতে বাধা দিতে গিয়ে আসামী পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সদ্য এসএসসি পরীক্ষা দেয়া ছাত্রীসহ আহত হয়েছে ৫ জন। ঘটনাটি ঘটেছে উপজেলার শৈলা রামপুর ভুমিহীন পাড়ায়। গুরুতর আহত কল্পনা বেগম (৪০), রুজিনা বেগম (৪৫) ও স্কুল ছাত্রী লুৎফা বেগম (১৬ )কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকীদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের শৈলা রামপুর ভূমিহীন পাড়ায় আব্দুল আলীর গাছ থেকে চুরি করে নারিকেল নিয়ে যায় একই গ্রামের রফিক আহমদ এর ছেলে ও তার সহপাঠিরা। এ সময় বাধা দিলে আব্দুল আলীর পরিবারের লোকজনকে মারপিট করা হয়। এ ঘটনায় সম্প্রতি আব্দুল আলী বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করলে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য অফিসার ইনর্চাজ নবীগঞ্জ থানাকে নির্দেশ দেন বিজ্ঞ আদালত। মামলার তদন্তভার দেয়া হয় ইনাতগঞ্জ ফাঁড়ির ইনর্চাজ সামছুদ্দিন আহমদকে। তদন্ত কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্তকাজ শেষ করে ফিরে আসার পরপরই আসামীরা ক্ষিপ্ত হয়ে ওই গ্রামের হাছান আলীর ছেলে রফিক আহমদের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল আলীর বাড়িঘরে হামলা ও ভাংচুর শুরু করে। আব্দুল আলীর পরিবারের লোকজন বাধা দিলে তাদের উপর হামলা করা হয়। এতে উল্লেখিতরা আহত হন।
এ ব্যাপারে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সামছুদ্দিন আহমদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনাটি শুনেছেন এবং বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের সাথে যোগাযোগ করেছেন বলে জানান।