Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সরকারের দায়িত্বশীল ভূমিকায় গ্রামেই তৃণমূলের চিকিৎসা সেবা-এমপি কেয়া চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের হাজীপুর গ্রাম। এ গ্রামের তৃণমূল মানুষের সুচিকিৎসার জন্য এমপি কেয়া চৌধুরী শেখ হাসিনা সরকারের কাছ থেকে ২৭ লাখ টাকা বরাদ্দ নিয়ে আসেন। এ বরাদ্দে হাজীপুর গ্রামে কমিউনিটি ক্লিনিক নির্মাণ শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন- শেখ হাসিনা সরকারের দায়িত্বশীল ভূমিকায় গ্রামে বসেই তৃণমূলের লোকেরা চিকিৎসা সেবা পাচ্ছে। এ সরকার শহর ও গ্রামে প্রায় সমানতালে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, নিজ থেকে জেনে তৃণমূলের কাছে যাচ্ছি। তার সাথে নামামুখী উন্নয়ন কর্মকান্ডে বরাদ্দ প্রদান করছি। এসব ক্ষেত্রে উন্নয়ন হওয়ায় তৃণমূল মানুষের চলার পথ সুগম হচ্ছে। উন্নয়নের স্বার্থে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
হাজীপুর গ্রামে এর আগে বিদ্যুতায়ন, মসজিদের উন্নয়ন, বিশুদ্ধপানির জন্য গভীর নলকূপ প্রদানসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন।
এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির চৌধুরী, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাবুল কুমার দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা আওয়ামীলীগের তথ্য সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফুল মিয়া, সাধারণ সম্পাদক সফিক মিয়া, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) দস্তগীর আহমদ, সাইফুর রহমান জুয়েল মিয়া, শামীমুর রহমান প্রমূখ।