Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মে দিবসে সরকারি কর্মসূচিতে এমপি আবু জাহির শ্রমিকদের পরিশ্রম ছাড়া কখনো অর্থনীতির চাকা সচল হয় না

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন- দেশের অর্থনীতি এবং উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো শ্রমিক। শ্রমিকদের পরিশ্রম ছাড়া কখনো অর্থনীতির চাকা সচল হয় না। মেহনতী শ্রমিকদের ঘাম ঝড়ানো পরিশ্রমের কারণেই আজ বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে কলকারখানা বাড়ে, কর্মসংস্থান বাড়ে, শ্রমিকদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ে। আর বিএনপি ক্ষমতায় এলে উল্টো ঘটনা ঘটে।
তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের অনেক কলকারখানা বন্ধ করে লাখ লাখ শ্রমিকের রোজগারের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বন্ধ কলকারখানা চালু করেছে।
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সবার প্রতি আহবান জানান তিনি।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিম তলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পুর্বে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি ফরিদ আহমেদ রাজু প্রমুখ।