Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বাস ও পিকআপ সংঘর্ষে ২০ জন আহত

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীর ব্রীজের কাছে ইসলামিয়া ফিলিং ট্যান্ডের সামনে যাত্রীবাহীবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মাধবপুর ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
মাধবপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম জানান-বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উল্লেখিত স্থানে সিলেটগামী পিকআপ ভ্যান ঢাকা (মেট্রো ন ১৮-৪২২৬) এবং ঢাকাগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৪-৭৭২০) এর মধ্যে মুখোমুখি সংর্ঘষ ঘটলে মহিলাসহ কমপক্ষে ২০ যাত্রী আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ধুমড়ে-মুছড়ে যাওয়া বাস ও পিকআপ ভ্যানের ভেতর থেকে আহতদের উদ্ধার করেন। গুরুত্বর আহত অবস্থায় সঞ্জয় মহালদার (১৮), তোফান গড় (২৫), জোৎসনা মুন্ডা (২৩), সুহেল তাতি (১৬), সুজন তাতি (২০), সাগর পাতী (১৫), সুহেল রঞ্জন (২৪), রানী মুন্ডা (১৮), বাবুল মুন্ডা (২০), মিলন মুন্ডা (২০), আপন মুন্ডা (২১), রুপালী মুন্ডা (১৯), খেলু মিয়া (২০), রিনা মুন্ডা (২০), সুহেল (২০), হেবলু মুন্ডা (২৫) কে মাধবপুর ও হবিগঞ্জ সদর আধূনিক হাসপাতালে ভতি ও চিকিৎসা দেয়া হয়েছে।
উল্লেখ্য, যে চুনারুঘাট উপজেলার দেউন্দী চা-বাগানের শ্রমিকরা বিজয়নগর উপজেলার শশই’র কাছে মোল্লা বিকস্’এ কাজ করার জন্য যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হয়।