Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বখাটের ছুরিকাঘাতে মৃত্যুর সাথে পাঞ্জালড়ছে চুনারুঘাটের কিশোরী ॥ হাসপাতাল থেকে তুলে নেয়ার চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বখাটের হামলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৌসুমী আক্তার (২০) হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালড়ছে।
এদিকে মামলা তুলে নিতে কথিত ছাত্রলীগ কর্মী জুয়েল মিয়া (২৫) সহ তাঁর সহযোগিরা সদর হাসপাতালের স্টাফ রোমে এসে মৌসুমীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ভয়ে সারাক্ষণই মৌসুমি দরজা বন্ধ করে রাখছে। গতকাল রবিবার বিকাল ৫টায় হবিগঞ্জ সদর হাসপাতালের ২য় তলায় স্টাফ রোমে সরেজমিনে গিয়ে দেখা যায় মৌসুমি বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছে।
তার পিতা চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ ফুল মিয়া জানান, ১ বছর ধরে তার মেয়ে মৌসুমীকে উত্যক্ত করে আসছে একই গ্রামের মৃত লুৎফুর রহমানের পুত্র জুয়েল মিয়া। শুক্রবার সন্ধ্যায়ও সে মৌসুমীকে প্রেমের প্রস্তাব দিয়ে তাকে উত্যক্ত করে। মৌসুমী জুয়েলের প্রেমে সাড়া না দেয়ায় ক্ষিপ্ত হয়ে জুয়েল মিয়াসহ কয়েক বখাটে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় মৌসুমীর হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জুয়েলকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়েরের খবর পেয়ে প্রভাবশালী জুয়েল ও তার লোকজন রবিবার সকালে হাসপাতালে এসে মৌসুমিকে মামলা তুলে নিতে হুমকি দেয়। এ সময় মৌসুমির সাথে থাকা এক আত্মীয় মামলা তুলে নিবে না জানালে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা দরজা বন্ধ করে জুয়েল ও তার লোকজনের কাছ থেকে রক্ষা পায়। চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান জানান, মামলা রুজু করা হয়েছে। আসামীদের ধরতে অভিযান চলছে।