Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে রিকশাকে বাসের ধাক্কা মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহত, আহত ১৫

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে বাসের ধাক্কায় রিকশায় থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছে। এ সময় বাসটি উল্টে আহত হয়েছে আরো অন্তত ১৫যাত্রী। গতকাল শনিবার সন্ধ্যে ৬টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম তানহা আক্তার (২)। সে কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের সিদ্দীক আলীর শিশু কন্যা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দীক আলীর স্ত্রী রোজিনা (৩০) বেগম তার শিশু কন্যা তানহাসহ একটি রিকশাযোগে নবীগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। রিকশাটি সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছুলে নবীগঞ্জ থেকে শেরপুরগামী যাত্রীবাহী একটি বাস পিছন দিকে রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় রোজিনা বেগমরে কোল থেকে তার শিশু কন্যা তানহা ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে রিকশাকে ধাক্কা দেয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। এসময় বাসের ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, নিহত তানহার মা রোজিনা বেগম (৩০), একই গ্রামের মাহমুদ মিয়ার স্ত্রী রাহেলা বেগম, বাসযাত্রী জসিম উদ্দিন (২৭), ইমন আহমেদ (১৪), জামাল মিয়া (৩০), হিরা লাল সরকার (৩৩), সন্ধ্যা রাণী (৩০), মায়া বেগম (৬৫), আরফাত চৌধুরী (৩৫), ফুলই বিবি (৬০) ও আব্দুল জলিল (৭০)।