Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও সভা

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। সকাল ৯টায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের উপস্থিতিতে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পা”েছ সারা বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে জেলা পরিষদ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বৃন্দাবন সরকারি কলেজ হয়ে জেলা জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা কমিটির সকল সদস্যবৃন্দ, জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশ সুপার, জেলা আইনজীবি সমিতির প্যানেল ও বারের আইনজীবিবৃন্দ, এনজিও কর্মীগণ, জেলা পুলিশ ও কারাগারের সদস্যবৃন্দ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, জাতীয় মহিলা সংস্থা, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট ও আদালতের কর্মকর্তা-কর্মচারিগণসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ। র‌্যালির পর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা জজ আমজাদ হোসেন। জেলা আইনজীবি সমিতির সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারি জজ বিশ্বেশ্বর সিংহ। আইনগত সহায়তা দিবস উপলক্ষে ডুকুমেন্টরী প্রদর্শন করা হয়। আইনগত সহায়তার তাৎপর্যের বিষয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম বার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুর রহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া ও জেলা আইনজীবি সমিতির সভাপতি আব্দুল হান্নান। এ ছাড়াও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তাগণ লিগ্যাল এইডের কার্যক্রম তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও তদারকি করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। জেলা আইনগত সহায়তার মাধ্যমে মামলা পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন ও নিষ্পত্তির জন্য শ্রেষ্ঠ ৩ জন প্যানেল আইনজীবি মোঃ আব্দুল মালেক, মোঃ আব্দুল কাইয়ুম ও মোছাঃ ফাতেমা ইয়াসমিনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।