Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সামাজিক সংগঠন দূরন্ত ৯৮’র সাতছড়ি জাতীয় উদ্যানে আনন্দ ভ্রমন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের জে.কে উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা গঠিত সামাজিক সংগঠন দূরন্ত ৯৮’র পক্ষ থেকে এক আনন্দ ভ্রমন সাতছড়ি জাতীয় উদ্যানে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গত শক্রবার সকাল ৮টায় নবীগঞ্জ বাজার আল-আমিন ট্রেভলসের সামন থেকে আনন্দ ভ্রমনের বাস সাতছড়ি উদ্দেশ্যে ছেড়ে যায়। চুনারুঘাটেরআমু চা বাগান ও সাতছড়ি উদ্যানে আনন্দ ভ্রমন শেষে সংগঠনের এক সভা সাতছড়ি জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সলিল বরণ দাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দূরন্ত ৯৮’র যুগ্ম আহবায়ক জীবেশ গোপ, পলাশ রতন দাশ এছাড়া আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ডাঃ চম্পক কিশোর সাহা, আজিজুর রহমান আজিজ, অসিত সূত্রধর, সুমন দেবনাথ, এছরার হাবিব, কিংশুক দাশ সেনাপতি, দিবাংশু রঞ্জন রায়, তপন দাশ, সজল দেব, মোর্শেদ আলী সবুজ, দীপক দেব, দিবাকর দাশ দিলু, টিবলু দাশ, সোহাগ আহমেদ, জুনাব আলী, ইসমত মিয়া, পিন্টু তালুকদার, আর.ডি রাকু, শৈলশ দাশ ও রানা দেব প্রমুখ।
সভায় বক্তাগণ দূরন্ত ৯৮ নবীগঞ্জের বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহন করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া আগামী ঈদের পরপর কক্সবাজার আনন্দ ভ্রমনের ব্যাপারে সংগঠনের নেতৃবৃন্দ একমত পোষন করেন এবং আগামী আনন্দ ভ্রমনে সংগঠনের সকল ৯৮ বন্ধুদের উপস্থিত থাকার আহবান জানায়।