Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন ॥ ফলাফল স্থগিত

নবীগঞ্জ সংবাদদাতা ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার সম্পন্ন হলেও ভোট গণণার সময় সাংগঠনিক সম্পাদক পদে ভোট গণণার গরমিলের কারনে বিক্ষোভের মুখে ফলাফল ঘোষণা করতে পারেননি নির্বাচন কমিশন। খবর পেয়ে সন্ধ্যায় উপজেলা নির্বাহী তৌহিদ-বিন হাসান ইনাতগঞ্জ ভোট কেন্দ্রে এসে প্রার্থীদের মতামতের ভিত্তিতে ভোটের ফলাফল স্থগিত ঘোষণা করেন। শনিবার সকালে সরেজমিনে ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়,ঘড়ি ৮টা বাজার আগেই ব্যবসায়ী ভোটাররা ভোট কেন্দ্রে আসতে থাকেন। সকাল ৮টা থেকে একটানা শান্তিপূর্ণভাবে ভোট চলে। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তকর্ত হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্ত মোঃ মনিরুল ইসলাম। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন, নজরুল ইসলাম ও হাবিবুর রহমান। নির্বাচনে মোট ৪৭৮ ভোটের মধ্যে ৪৭৪ ভোট কাস্ট হয়।
নির্বাচনে ৬টি পদের জন্য ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণণা। এ নিয়ে বিতর্কেও সৃষ্টি হলে বিভিন্ন প্রার্থীর শত শত সমর্থরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় ইনাতগঞ্জ বাজার উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান, নবীগঞ্জ থানার ওসি তদন্ত হাবিবুর রহমানসহ একদল পুলিশ ইনাতগঞ্জ নির্বাচন কেন্দ্রে যান। এ সময় সকল প্রার্থীদের নিয়ে আলোচনায় বসেন। প্রার্থীদের বক্তব্য শুনে তাদের মতামতের ভিত্তিতে ফলাফল স্থগিত রেখে আগামী সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পূনরায় ভোট গণণার সিদ্ধান্ত নেয়া হয়।