Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়” নামকরণ অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় নামকরণে অনুমোদন দিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গত ১০ মার্চ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী’র এমপির ডিও’র মাধ্যমে আবেদন করলে বাহুবল উপজেলায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের’ নামে নামকরণের অনুমোতির বিষয়টির ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর নিয়মিত সভার কার্যবিধিতে তালিকা বদ্ধ হয়। পরবর্তীতে গত ৯ই এপ্রিল, প্রধানমন্ত্রী ও ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর সভাপতি দেশরতœ শেখ হাসিনার সাথে স্বাক্ষাত করে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে নামকরণের অনুমতির জন্য জুড়ালো দাবী জানান এমপি কেয়া চৌধুরী। এর পরপরই চূড়ান্ত সিদ্ধান্তে বাহুবল উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় নামকরণের অনুমতির বিষয়টি নিশ্চিত হয়। উল্লেখ্যে লামাতাশী ইউনিয়নের বাসিন্দা আবুল হাসিমের দানকৃত ৫০ শতাংশ ভূমির উপর নির্মিতবালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম গত ১ জানুয়ারি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নিয়ে এমপি কেয়া চৌধুরী’র উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু হয়। গতকাল ২৮শে এপ্রিল, শনিাবর ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের’ নামে নামকরণকৃত শিক্ষা প্রতিষ্ঠানটির চূড়ান্ত অনুমোদনপত্র অফিসিয়ালী এমপি কেয়া চৌধুরীর বারবর প্রেরণ করা হয়।