Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাকাইলছেও-আজমিরীগঞ্জ সড়কের সৌলরী বাজারে ঢালাই ভেঙ্গে মাটি পানি একাকার

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ কাকাইলছেও-আজমিরীগঞ্জ সড়কের সৌলরী বাজারে ঢালাই ভেঙ্গে মাটি পানি একাকার। বাজারে আসা আশপাশের লোকজন সহ পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভূগান্তি।
জানা যায়, বেশ কয়েক বছর পূর্বে কাকাইলছেও-আজমিরীগঞ্জ সড়কের মনিপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে সৌলরী বাজার হয়ে নজরাকান্দা গ্রাম সংলগ্ন এলাকা পর্যন্ত রাস্তা ঢালাইয়ের দ্বারা উন্নয়ন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মালিকাধীন ওই রাস্তার ঢালাইয়ের দ্বারা উন্নয়ন কাজের ঠিকাদারের দ্বায়িত্ব পান বানিয়াচংয়ের একটি ঠিকাদারি প্রতিষ্টান। মটি মিশ্রিত বালু, নিম্নমানের পাথরকণা ও কম সিমেন্ট দ্বারা অমসৃণ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জের বিভিন্ন পত্রিকায় সচিত্র সংবাদও প্রকাশিত হয়। কয়েকবছর যেতে না যেতেই ওই রাস্তার ৯০ ভাগ অংশের পাথরকণা উঠে গেছে, ঢালাই ভেঙ্গে গেছে, দেবে গেছে রাস্তার মাঝখানে খানা-খন্দকে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন পূর্ব থেকে বৃষ্টি শুরু হওয়ায়। ওই সড়কের সৌলরী বাজারে ঢালাইয়ের ভাঙ্গা অংশে মাটি পানি একাকার হয়ে কাদার সৃষ্টি হয়েছে। যার কারণে ওই রাস্তায় চলাচলকারী যাত্রীবাহী টমটম, মাল বোঝাই ট্রলি, টেলাগাড়ী, বাইসাইকেল, মোটরসাইকেল সহ পথচারীদের ও বাজারে আসা লোকজনদের নানা ধরণের ভূগান্তির শিকার হচ্ছে। এমতাবস্তায় ওই রাস্তাটি অচিরেই সংস্কার করার দাবি জানিয়েছে এলাকাবাসী।