Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে আবারো জমজমাট হয়ে উঠেছে ভারতের এন্ডিং জুয়া সর্বশান্ত হচ্ছে এলাকাবাসী

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে আবারো জমজমাট হয়ে উঠেছে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়া। আর এতে সর্বশান্ত হচ্ছে এলাকার খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষগুলো।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকায় প্রায় দুই বছরেরও অধিক সময় ধরে চলছে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়া। পৌর সদরের কতিপয় যুবক সিলেটের জাফলং ও ভোলাগঞ্জের সাব এজেন্টদের নিকট থেকে এজেন্সী এনে প্রথমদিকে এ জুয়াখেলা শুরু করলেও বর্তমানে এটি মহামারির আকারে ছড়িয়ে পড়েছে। এটি মূলত অনলাইনের একটি জুয়াখেলা। শুধুমাত্র রবিবার ব্যতীত সপ্তাহের ৬ দিন এ খেলা অনুষ্টিত হয়। শূন্য থেকে ৯৯ পর্যন্ত মোট ১শ সংখ্যায় ২ রাউন্ডে এ খেলা অনুষ্টিত হয়। বিজয়ীদের ১ম রাউন্ডে ১০ টাকায় ৭০০ টাকা ও ২য় রাউন্ডে ১০ টাকায় ৬০০ টাকা দেয়া হয়ে থাকে। তাই ১০ টাকায় ৭০০ টাকা পাওয়ার আশায় হঠাৎ করে বড়লোক হওয়ার রঙ্গীন স্বপ্নে বিভোর হয়ে এলাকার সিংহভাগ জুয়ারিই হচ্ছে শ্রমজীবীসহ স্বল্প আয়ের মানুষজন। বর্তমানে আজমিরীগঞ্জ পৌর এলাকার মুন সিনেমাহল রোড ও লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে চলছে এ জুয়াখেলা।
এলাকার লোকজন জানায়, পৌর এলাকার বাসিন্দা মোঃ আক্তার মিয়া (৩৫), জাফর মিয়া (২৭), কবির মিয়া (৩৫), কাজল মিয়া (৩০), দিলু মিয়া (৪৫) ও রাজিব মিয়া (৪০) আজমিরীগঞ্জে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলার আয়োজন করছে।
এছাড়া তাদের অধীনে মাঠ পর্যায়ে টাকা সংগ্রহকারী রয়েছে অর্ধ-শতাধিক। গত ২ বছর ধরে এ জুয়াখেলায় অংশ নিয়ে ঋণগ্রস্ত হয়ে পৌরসদর সহ আশপাশের এলাকার প্রায় ২ শতাধিক লোক এলাকাত্যাগ করেছে। অর্ধ-শতাধিক লোক বসতভিটা মহাজনদের নিকট বন্ধক রাখতে বাধ্য হয়েছে।
আজমিরীগঞ্জ থানার সাবেক অফিসার্স ইনচার্জ কর্মরত থাকাকালীন সময়ে এন্ডিং জুয়ারিদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেও বর্তমানে রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনী। তাই এ জুয়াখেলার প্রভাবে এলাকায় চুরি-ছিনতাইসহ সামাজিক নিরাপত্তা বিঘিœত হবে বলে আশংখা করছেন এলাকাবাসী।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, আমরা একাধিকবার অভিযান চালিয়েছি। চেষ্টা চালাচ্ছি এটা কোনভাবে বন্ধ করা যায় কিনা। আমরা বিষয়টি জেলা আইনশৃংখলা কমিটির মিটিংয়ে উপস্থাপন করেছি। ওয়েব সাইটি বন্ধ করার জন্য উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।