Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ধর্ষণের দায়ে আটক ২ লম্পটের জামিন না-মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ নারায়নগঞ্জ থেকে বাহুবলের জয়পুরে এসে গণধর্ষণের শিকার যুবতী মামলায় উপজেলা পরিষদের পিয়ন আলম মিয়াসহ ২ লম্পটের জামিন না মঞ্জুর করেছেন আদালত। এদিকে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের নিয়োজিত আইনজীবি জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করেন। প্রসঙ্গত নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দিঘিবরাবর গ্রামের মৃত মনোয়ার হোসেনের কন্যা নাজমা আক্তার আখির স্বামী মারা যায় ৬ মাস আগে। পিতার অভাব অনটনের সংসারে সে গার্মেন্টেসে কাজ করে জীবিকা নির্বাহ করতো। এ সময় এক অনুষ্ঠানে বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের তৈয়ব খার কন্যা লিপি আক্তারের সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মাঝে বন্ধুত্ব গড়ে উঠে। লিপি তার ভাই বাহুবল উপজেলা পরিষদের পিয়ন আলম ও তার দুলা ভাই এমরান মিয়ার সাথে পরিচয় করিয়ে দেয়। এক পর্যায়ে আলমের সাথে নাজমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত সোমবার দুপুরে আলম ওই যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে বাহুবলে তার বাড়িতে নিয়ে আসে। নাজমা তাকে বিয়ের কথা বললে আলম জানায়, রাতে তাদের বিয়ে হবে। কিন্তু রাতে নির্জন একটি বাড়িতে নাজমাকে নিয়ে যায় আলম। সেখানে নিয়ে রাতভর আলমসহ বেশ কয়েক যুবক তাকে গণধর্ষণ করে।