Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ ওয়ার্ডে সরকারী প্রাথমিক বিদ্যালয় নেই

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে সম্প্রতি ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টিতে সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকলেও ২টিতে কোন সরকারী প্রাথমিক বিদ্যালয় নেই। এতে ওই এলাকার শিশুরা প্রাথমিক শিক্ষা গ্রহণ থেকে দীর্ঘ বছর যাবত বঞ্চিত রয়েছে। ৪ ও ৬নং ওয়ার্ডবাসি সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর শহরে ১, ২, ৩, ৫, ৭, ৮, ৯নং ওয়ার্ডে সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকায় থাকলেও ৪ ও ৬নং ওয়র্ডে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। এতে ওই এলাকার শত শত শিশু শিক্ষা গ্রহণে দুর্ভোগ পোহাচ্ছে। অনেক শিশু স্কুলে পা রাখারই সুযোগ পাচ্ছে না। স্কুল না থাকায় যে সব এলাকার শিশুরা দুর্ভোগের শিকার হচ্ছে এগুলো হল-৪নং ওয়ার্ডের দাউদনগর, দাউদনগর বাজার, চরনুর আহাম্মদ মহল্লা ও ৬নং ওয়ার্ডে পশ্চিম লেনঞ্জাপাড়া মহল্লা। এ সব এলাকায় ৫শহস্ত্রাধিক লোক বসবাস করে আসছে। এ দুইটি ওয়ার্ড এলাকায় বিপুল পরিমাণ রেলের পরিত্যক্ত ভূমি ও সরকারী খাস জমি রয়েছে। যা ভূমি খেকোদের দখলে রয়েছে। এসব সরকারী ভূমিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করলে শিশুরা লেখাপড়া করার সুযোগ সৃষ্টি হবে।
২টি ওয়ার্ডের একাধিক অভিভাবক বলেন, এক বা অর্ধ কিলোমিটার দুরে ২নং ওয়ার্ডে রেলওয়ে কলোনী ও ৩নং ওয়ার্ডে পুর্ব বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয় শিশুরা পড়ালেখা করতে যেতে হয়। এতে রেল ও যানবাহনের কবলে পরতে হয় প্রতিদিন শিশুরা।