Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এডভোকেট আলমগীর ভূঞা বাবুল স্মরণে সাংস্কৃতিক পরিষদের চিত্রাংকণ প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি এডভোকেট আলমগীর ভূঞা বাবুল স্মরণে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা। হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ শুক্রবার স্থানীয় আরডিহলে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। প্রায় ১৫০ জন ক্ষুদে শিল্পীদের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সফিউল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ চারু ও কারুকলা শিক্ষাকেন্দ্রের সাবেক অধ্যক্ষ চিত্রশিল্পী আলাউদ্দিন আহম্মদ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট আলমগীর ভূঞা বাবুলের সহধর্মীনি ফোরা আলমগীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন সুরবিতানের সাধারণ সম্পাদক মোঃ আবুল ফজল, শিশু সংগঠক বাদল রায়, মোঃ মহসিন ভূঞা ও অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মাহবুবার রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চারুকলা বিভাগের পরিচালক মোজাম্মেল হক বাবুল ও হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শিপন। সার্বিক সহযোগিতা করেন পিন্টু দেব, রাসেল আহমেদ, সুবীর রায়, বিল্লাল আহমেদ, জন খন্দকারসহ অন্যান্যরা। প্রতিযোগিতা পরিচালনা করেন পরিষদের প্রশিক্ষক যিশু রায়, প্রসেনজিৎ চৌধুরী শিবু, মীর কমর উদ্দিন আহমেদ ও মৌমিতা রায়।