Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিদ্যুতের ভেলকিবাজি সীমাহীন ভোগান্তিতে গ্রাহকরা

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পল্লী বিদ্যুতের ভেলকিবাজিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন গ্রহকরা। ৩৩ কেভি লাইনে রক্ষনাবেক্ষণের অজুহাতে মাইকিং করে প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। প্রায় ৩মাস ধরে এই অবস্থা চলছে। এছাড়া প্রতিদিনই চলে বিদ্যুতের আসা-যাওয়ার ভেলকিবাজি। কিছুক্ষণ পরপরই বন্ধ আবার চালু হয়। এমনিভাবে প্রতিদিন গড়ে ৪থেকে ৫ঘণ্টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকে। এমনিধরণের ভেলকিবাজির কারণে ব্যবসায়ীসহ সাধারণ গ্রহকরা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে যখন বিদ্যুত চলে যায় এবং দীর্ঘক্ষণ না থাকায় ব্যবসার চরম ক্ষতি হচ্ছে। অপরদিকে বিদ্যুতের এই অবস্থার কারণে ফ্রিজসহ ইলেক্ট্রনিক সামগ্রী অনেক সময় নষ্ট হয়ে যায়। শহরসহ গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের পড়ালেখায়ও বিঘœ ঘটছে বলে জানান ভুক্তভোগী গ্রহকরা। গরম শুরু হতে না হতেই যদি এই অবস্থা হয় তবে পুরো গরমে ভোগান্তি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন গ্রাহকরা।