Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাউরিয়াকান্দি গ্রামের বিদ্যুতায়ন ও বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে এমপি মজিদ খান ॥ আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামের বিদ্যুতায়ন ও হযরত শাহজালাল (রাঃ) উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান। এ উপলক্ষ্যে গতকাল বিকালে উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসী কর্তৃক এক গণসংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মন্দরী ইউনিয়নের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ সামছুল হক। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ খালিকুজ্জামান। মানপত্র পাঠ করেন হযরত শাহজালাল (রাঃ) উচ্চ বিদ্যালয়ের সহকারী আরিফ হাসান।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি মজিদ খান বলেন, আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী। তাই যখনই আওয়ামীলীগ ক্ষমতায় আসে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। তিনি বলেন, ভাটি বাংলার উন্নয়নের দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে কোন এলাকাই অবহেলিত থাকবে না। এমপি মজিদ খান এলাকাবাসীকে গ্রাম্য দাঙ্গা থেকে দূরে থাকার অঙ্গীকার করান। তিনি বলেন গ্রাম্য দাঙ্গার কারণে মানুষের সাথে মানুষের দূরত্ব তৈরী হয়। এতে উন্নয়নও বাধাগ্রস্থ হয়। এই সব থেকে দূরে থাকলে সকলের সমন্বয়ে হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে উঠবে।
মোঃ ফয়েজ আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আবু জাফর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ এইচ এম জাহির।
বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি হাজী মোঃ মগল মিয়া, আব্দুল আজিজ চৌধুরী আকছির, মোঃ গোলাপ আলী, ক্বারী আব্বাস আলী, সাবেক ইউপি সদস্য হাজী মোঃ ইব্রাহিম, সিরাজুল ইসলাম, আবু তাহের, মোঃ তাইদুল ইসলাম, হারুনুর রশিদ, বর্তমান ইউপি সদস্য আব্দুল আলী, হযরত শাহজালাল (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, সাংবাদিক এম কাউছার আহমেদ, আব্দুর রহমান, আব্দুল মান্নান, আব্দুস সালাম, মোঃ শাকিদুল্লা, ছালিক মিয়া, মোঃ সাইফুল ইসলাম, রমিজ আলী, ছোবান মিয়া, মোঃ বিলু মিয়া, বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেকলীগের সাধারণ সম্পাদক আশাফুল চৌধুরী বাবু, মন্দরী ইউনিয়ন আওয়ামীলীগে যুগ্ম সাধারণ সম্পাদক ইবনুল আজিজ চৌধুরী, এস এম দেয়োর হোসেন লিলু, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম, ছবুর মিয়া, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান আলী আহমেদ সোহেল, প্যানেল চেয়ারম্যান শেখ খোদেজা আক্তার হাসিনা, ইউপি সদস্য আহাম্মদ আলী, বাবুল চৌধুরী, মাসুম মিয়া, শেখ মিজানু রহমান, আল-আমিন, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম শামীম, এইচ এম মিলাদ, আশরাফুল হক এনাম, মোঃ খাইরদ্দিন, সুমন চৌধুরী, মিজানুর রহমান জনি, তাবিদুল ইসলাম, মোঃ কালাম মিয় প্রমূখ।